আমি ভালোবাসি তোমায়,
ভালোবেসেছি তোমার ক্যান্সারকে।
হয়তো তোমার খোপায়-
লাল গোলাপ দিতে পারবো না ঠিকি
তবে কাজল এঁকে দেবো চোখে।
প্রতিটি অশ্রু ফোঁটা মুছে দেবো ক্ষণে ক্ষণে,
নষ্ট হতে দেবো না এ কাজল।
ভালোবাসা বিন্দু মাত্রও কমবে না কখনও;
ঠিক প্রথম দিনের মতোই অমর হয়ে রবে,
তুমি থাকো বা নাই থাকো আমার পাশে।
না,দেবদাস হবো না কখনও,
তুমি রবে প্রতিটি ক্ষণে আমারি অন্তরে
ভালোবাসার ছোট্ট কুঁড়ে ঘরে।