তুমি ঘুমিয়ে থেকো!
পৃথিবীর সব স্নিগ্ধতা
আমি এনে দেব,
সূর্য-কিরণ আড়াল করে নেব,
সব কলরোল-হৈচৈ
আমি চুপ করিয়ে দেব,
শুধু এই ঘুম যেন না ভাঙে।
আমি মুগ্ধ হয়ে দেখি!
কত নীরব কত শান্ত
ঐ দুটি চোখ,এলো কেশ
আর মুখমণ্ডল।
কত মায়া,কত সুন্দর
যেন এক অপূর্ব ছবি।
আমি রীতিমত এঁকে যাই-
আর বাঁধাই করে রাখি।
ওগো প্রিয়-
তুমি ঘুমিয়ে থেকো!
আমি মুগ্ধ হই
আর বার বার দেখি।