তুমি এসো ভোরের বেলা
ঘুম ভাঙিয়ে যেও;
তোমার জন্যেই বকুল মালা
খোঁপায় বেঁধে নিও।
তুমি এসো দুপুর রোদে
ভালোবাসা বিলিও,
ক্লান্ত পথিকের দগ্ধ হৃদয়ে
শীতল পরশ দিও।
তুমি এসো সাঁঝের বেলা
গল্প করে যেও,
চায়ের কাপে আড্ডা যেন
না ফুঁড়ায় কভু প্রিয়।
তুমি এসো রাতের আঁধারে
চাঁদের হাসি হেসে,
তুমি এসো আমার জীবনে
বার বার ভালোবেসে।