এই ব্যস্ত নগরী এখন শান্ত;
শত ক্লান্ততার পর শান্ত হয়েছে ,
রাস্তার দুপাশের লাল নীল বাতিগুলো -
কেমন যেন এক নীরবতা সৃষ্টি করেছে ,
মনে হচ্ছে চলে যাই , চলে যাই বহু দূরে
এই আলো ছায়ার পথ ধরে ।
জানি এই আলো ছায়ার মাঝে
এক জন...যে আমার বন্ধু হবে ,
যে আমাকে পথ দেখাবে দূর থেকে -
ঐ দূর গগনের একটি আলো হয়ে ।
সে আসে , প্রতি রাতেই আসে -
আমার জানালার পাসে
আমাকে ঘুম পাড়াবে বলে ,
এই ঘুম কি আর আসে সেই মিষ্টি হাসি দেখে ?
সারা রাততো কেটেই যায় এভাবে
তার সাথে গল্প করে ।
সকালের ব্যস্ততায় চলে যায়
আমায় বিদায় বলে ,
দুঃখ নেই আমার , কারণ আমি জানি -
আসবে আবার সে প্রতি রাতে চাঁদ হয়ে ।