সুবোধ তুই পালিয়ে যা!
এই অভিশপ্ত শহর ছেড়ে
তুই দূরে চলে যা।
যেখানে অনেক সুবোধরা রয়েছে,
পুরো লোকালয় জুড়ে
শুধুই মানুষের বসবাস যেখানে-
তুই সেখানে চলে যা।
সুবোধ তুই পালিয়ে যা,
এখানে কখনো আর ভোর হবে না,
অভিশপ্ত হয়ে আছে চারপাশ,
এখানে তুই কিছুই পাবি না,
ধূসর এ সমাজ কলঙ্কিত চারপাশ,
সুবোধ তুই পালিয়ে যা,
তুই আলোর পথে যা।
এখানে কেউ তোর চিৎকার শুনবে না কখনো,
তোর জীর্ণ অবস্থা দেখে কেউ-
একবারের জন্য হলেও কাতরাবে না,
বরং,ওরা তোকে বন্দী করে নেবে-
ঠিক আমাদের মতো করে।
সুবোধ তাই তুই পালিয়ে যা ,
তুই মানুষের কাছে যা।