পৃথিবী মোরে ধারণ করো আজ
তোমারি গহীনে অরণ্যে চিরতরে,
শুনেছি আমি মুছিয়া গিয়াছে
মিথ্যার পরাজয়ে যে সত্য ছিলে সম্মুখে,
তাও নাকি আজ লুটায়ে পরেছে
মিথ্যার পদতলে।
একাকী সৈনিক কত বার যাব যুদ্ধে?
অন্যায় মোরে মাটি চাপা দিয়া ধরে,
মনুষ্যত্বহীন তারা অন্ধ বেশে চলে,
হেসে যায় আর কটূক্তি করে বলে-
"এসেছে নবীন দেশ পালটাবে"।
ভয় হয় ভীষণ ভয় হয় আজ-
তবে কোথা গিয়ে আমি আশা বাঁধি বুকে?
সত্যের মশাল একদিন এভাবেই মুছে যাবে।
পৃথিবী, তাই মোরে ধারণ করো আজ
তোমারি গহীনে অরণ্যে চিরতরে।
যেদিন তবে তারা মানুষ হবে,
ঘুমন্ত জাতী চোখ খুলবে,
সেদিন তুমি মোরে দাঁড় করিও সম্মুখে,
আমি নিশ্বাস নিবো প্রাণ ভরে-
আমি নিশ্বাস নিবো পৃথিবীর বুকে।