শান্ত বিকেলের ক্লান্ততা শেষে
রাত্রি নামে আমার কুঁড়েঘরে,
মৃদু বাতাস স্তব্ধ হয়ে, বাঁকা চাঁদ মেঘে ঢেকে-
ফিরে আসে আঁধার পৃথিবী আমার এ বদ্ধ ঘরে,
জোনাকিগুলো নিভে গিয়ে
কালরাত বাসা বাধে আমায় ঘিরে,
আর শান্ত নীরবে নিদ্রিত তুমি,
ঘুম ভাঙে তোমার পাখির গানে,
শিশির ভেজা ঘাসে পা রেখে
মিশে যাও তুমি নতুন আলোতে।
তুমিতো কখনো আঁধারকেই চিনোনি, তবে-
শুনবে কিকরে দিনের ছদ্মবেশ রাত্রির কান্না!