হে পৃথিবী তুমি ভুলে যাও আমায়!
দুঃখ-ব্যথা যে সব ফুড়াইয়া যায়,
কাগজের পাতা শুধু শূন্য হয়ে রয়,
কি করে লিখবো আমি?
এ পৃথিবী আমায় শুধুই যেন সুখটা বিলায়,
দুঃখের কাঙ্গাল তবুও যেন দুঃখ নাহি পায়!
দুঃখ ছাড়া কি আর কবিতা লেখা যায়?
হে পৃথিবী তুমি ভুলে যাও আমায়!
যদি বলো সুখ সব দিয়ে দিতে হবে
তবে নিয়ে যাও দু মুঠো ভরে,
শুধু মিনতি তোমার কাছে-
একটি কবিতা লিখতে দাও মোরে।
আমি যে কত যুগ ধরে আঁধার ঘরে-
দুঃখ খুঁজে খুঁজে ক্লান্ত প্রায়,
শুধুই একটি কবিতা লিখার আশায়।
তাই আজ মিনতি তোমায়
পৃথিবী,তুমি ভুলে যাও আমায়।