কোথায় পাবো আমি সেই স্নিগ্ধতা-
যেখানে ভোরের আলোয়
আলোকিত হতো এক নতুন সকাল,
যেখানে মাঠে মাঠে সোনালী ধান-
আর কৃষাণের ঘরে ঘরে নবান্নের গান।
কোথায় পাবো আমি ক্লান্ত দুপুরের
সেই লাফালাফি হৈচৈ কোনো পুকুর ঘাটে,
বিকেলের ছেলে খেলা গোল্লাছুট আর কানামাছি-
কোথায় পাবো আমি ?
সন্ধ্যের আলো-ছায়ায় সেই নিভু নিভু প্রদীপখানি
আর কি কখনো দেখবোনা আমি ?
কোথায় হারালো সব ?
কোথায় হারালো আমার সেই ছোট্ট শৈশব-
যার বুকচিড়ে গড়ে উঠেছে আজ শহর নগর রাজধানী।
আমিতো চাইনি এই যান্ত্রিকতা !
যে কেড়ে নিয়েছে আমার সকল স্বাধীনতা ।