তুমি কি মুক্তি দিবে আমায়-
এই বন্দিশালা থেকে,
ভালো লাগেনা আর,
আর কত কাল?
"এইতো কটা দিন,
আবার হবে সূর্যদ্বয়।
নীলিমার নীলে মুক্ত স্বাধীন ঘুড়ি হয়ে
উড়ে বেড়াবে তুমি,
আর আমি, হাতে হাত রেখে তোমার-
এই সীমান্ত দিবো পারি।
অগোছালো সেই ছোট্ট ঘরটাকে
আবার সাজাবে নিজের মতো করে,
মনের ক্যানভাসে এঁকেছিলে যা রং-তুলিতে।"
ধুর ছাঁই! মিথ্যা অযথাই
আর কত বলবে তুমি?
কেনইবা ছুটে বেড়াচ্ছো মিথ্যেশয্যার পিছু,
হেসে যাচ্ছো মিথ্যে হাসি,
মুখোশের আঁড়ালে কাঁদো সেই সত্যিকার তুমি।
আমি জানি, আমার এই পৃথিবী রঙ্গিন-
মাত্র আর কয়েকটা দিন।