আজ কোথায় দাঁড়িয়ে আমি?
মায়াবী নগরী এখন এক জ্বলন্ত অগ্নিগিরি,
আপনার ত্বরে পাষণ্ড আমি,
করি অপরের গোলামী।
আমারি পাশে মরছে মানুষ বঞ্চনারর ত্বরে
আর আমি! উপরের পানে চাহি হাঁটছি।
মানবতাবোধ আজ পুড়ে ছাই
জ্বলতে জ্বলতে আগুনের কুন্ডে,
শুধুই স্বার্থের কেনা-বেচা এখানে
কে দেখবে পিছু ফিরে।
শোষনে শোষিত এ সমাজ
কালো মেঘে আচ্ছাদিত,
কাঙ্খিত সূর্য ঢাকা পরেছে-
মেঘের আঁড়ালে।
হয়তোবা আসবে আবার
রঙিন চিরকুটে সুখের বার্তা নিয়ে-
কাঙ্খিত সূর্য,
আগামী দিন তারি অপেক্ষায়।