তোমায় রেখেছি হৃদয় মাঝে,
স্বপ্নগুলো সব আঁকড়ে ধরে-
পথ চলতে চাই তোমার সাথে
হাজার বছরের পথ ধরে।
সন্ধ্যে নামবে পথের বাঁকে,
আলোছায়ার সেই কুয়াশার মাঝে-
হাতে হাত রেখে হাঁটতে চাই তোমার সাথে
হাজার বছরের পথ ধরে।
জোনাকিপোকা সঙ্গি হয়ে-
আলো বিলাবে আমাদের,
রাতের আঁধারে চাঁদটা এসে-
হাসি ফুটাবে তোমার ঠোটে,
আর সেই হাসি নিয়ে আমি থাকতে চাই-
তোমার পাশে, হাজার বছরের এই পথে।