বাংলা আমার অতীত স্মৃতি,
বাংলা আমার ভবিষ্যৎ,
বাংলা আমার বর্তমান,
এই বাংলাই আমার সব ।
বাংলা আমার মুখের কথা,
বাংলা আমার মাতৃভাষা,
বাংলা আমার সুখের দোলা,
এই বাংলায় আমার পথ চলা ।
বাংলায় আমার মায়ের মমতা,
বাংলা আমার ন্যায় সংগ্রামের ক্ষমতা,
বাংলায় আমার মুখ হাসে
এই বাংলায় আমার জীবন স্মৃতিভাসে ।