আঁধার ঘনিয়ে সন্ধ্যা হলো আবার
নির্জন পথের ধারে দাড়িয়ে আমি,
পাখিগুলো ফিরছেসব আপন নীড়ে
আর ভাবছি আমি একলা-একা,
"হবে কি আর কথা,
হবে কি দেখা,
আর হবে কি গল্প,
জীবনের সময় কি এতোই অল্প ?"
চারদিকে জ্বলছে জোনাকি
আমি এখনও দাড়িয়ে একাকী,
"জীবনের পুরানো স্মৃতিগুলো, আবার ফিরবে কি,
সবকিছু কি এভাবেই হারিয়ে যাবে আঁধারে অনেক দূরে ?"
রাত শেষে পূব আকাশে সূর্য দেখা দিলো,
আমার ভাবনার দুয়ার এখনও খোলা
"সেই অতীতটাকে আর যাবে কি ভুলা,
কবিতার মতো ছন্দে ছন্দে সাজানো ছিলো যা।"
এখন এই বাস্তবতার কাছে জীবনটা শুধুই
জ্যামিতির এক বক্র রেখা,
শুরু হয়েছে যার, কে জানে শেষ কোথা
যত দূর চোখ যায় পুরোটাই কালো আঁধারে ঘেরা ।