আমি স্বাধীনতা চাই সত্যের স্বাধীনতা!
যেখানে কথা বলবে সত্য নিজেই
কোনো কিছু আড়াল হবে না,
যেখানে টাকার কাছে
মনুষ্যত্ব বিক্রি হবে না,
যেখানে কেউ ভিরু হবে না
সত্যের টানে ছুটবে সবাই,
মশাল জ্বালিয়ে সামনে এগুবে
আঁধারগুলো সব দৌড়ে পালাবে,
যেখানে মিথ্যের অস্তিত্বটাই মুছে যাবে।
হ্যা, আমি সেই স্বাধীনতাটাকেই খুঁজছি  
কে দিবে আমায়?