আমায় তোরা কেউ আর মারিস নারে
নিজেকে আমি বিলিয়ে দিবো তোদের মাঝারে,
এ জীবনের আত্মকাহিনী কেউতো জানে না
নিজের ভিতর পুষে রাখি নিজের যন্ত্রণা,
আমায় একটু যত্ন নিবে কেউতো কোথাও নাই
নিজের পায়ে দাঁড়ালাম যখন মারতে আসে সবাই,
তোদের কাছে এই আমি চাইনি কভু কিছু
তবে কেন কুড়াল নিয়ে ছুটিস আমার পিছু ?
Note : "গাছ কাটা বন্ধ করি
পরিবেশটাকে রক্ষা করি
সবুজটাকে আগলে ধরি
সুন্দর এ দেশ গড়ি। "
২৩-০৩-২০১৪