এপাড়-ওপাড় দুপাড়েই সবুজের সারি
মাঝেমাঝে টিনেঘেড়া ছোটো ছোটো বসতবাড়ি,
আর পাড় ঘেষে বয়ে চলেছে জলাঙ্গিনী
নিজের মতো করে আপন মনে,
ব্যস্ত জেলে তার জাল নিয়ে
পাল তুলে যায় বাতাসের সাথে।
ওপাড়ে শান্ত আবেশে সাদা কাশবন খেলা করে
আর এপাড়ে রাখালের বাঁশিতে মুগ্ধ চারোপাশ,
সহজ সরল এই মানুষগুলোর ভিড়ে
সুখি মানবের দেখামেলে,
মাটিতে মিশে থাকা এখানকার মানুষগুলো
মাটিতেই স্বর্ণ ফলায়।
কোথায় খুঁজে পাবে
জলাঙ্গিনীর মাঝে মুক্তোর ছড়াছড়ি,
কিশোরের এই লাফ-ঝাপ আর কানামাছি,
সূর্যদ্বয়ের সাথে সাথে আলো-ছায়ার খেলা
কোথায় খুঁজে পাবে তুমি?
এতো শুধুই আমার বাংলার বৈচিত্র
প্রাণের প্রিয় জন্মভূমি।