এক আলোকিত সমাজের
কলঙ্ক আমি,
শত স্বপ্নের সাগর আজ
শুধুই ধুধু মরুভুমি,
বালুচরের মাঝে পথচলা,
ক্লান্ততাকে আপন করে
বহু দূর, বহু দূর চলে যাওয়া,
কারণ, কলঙ্ক আমি।

আলোর প্রদীপ নিভে গেছে আজ
ব্যর্থতার চাদর জড়িয়ে চারোপাশ,
ফিরে যেতে বাধা এই সীমান্ত ছেড়ে,
ওপাড়ে সব স্নিগ্ধতার মাঝে-
আলো-ছায়া খেলা করে,
আর এপাড়ে কলঙ্কিত আমি আঁধারে।।