জানি আর হবেনা দেখা,
সকালের ঘুম ভাঙা চোখে-
তোমার দুটি মিষ্টি ঠোট
চায়ের কাপের আলতো ছোয়ায়...।
জানি আর হবেনা কখনো,
আলো-ছায়ার ছুটাছুটি খেলায়-
হাতে হাত রেখে পথচলা...।
আর হবে না জানি
আঁধারের মাঝে আলোর মুখ দেখবোবলে,
জানালার ফাক দিয়ে
আকাশ পানে চেয়ে থাকা...।
জানি, দেখা দিবে তুমি কল্পনাতে
প্রতি রাতে গভীর ঘুমে,
চোখ খুললেই দৌড়ে পালাবে...।
জানি আমি অভীমানি তুমি...।।