আজ পৃথিবী শান্ত
নদীতে নেই কোন ঢেউ,
মাঝির কণ্ঠে নেই কোন সুর
কারন...মা তুমি যে আজ বহু দূর ।
আজ পাখি আর গান গায় না
ফুলগুলো সুভাস ছড়ায় না,
শস্যগুলোও বাতাসে ঢেউ খেলে না
কারন...মা তুমি যে আর আসবে না ।
আজ তোমার কোলে আর
মাথা রাখতে পারি না,
রাতের গল্পগুলোও শুনি না
কারন...মা তোমার মতো কেউ যে আর ভালবাসে না ।
আজ তোমাকে আর কাছে পাইনা,
তাই শুধু কেঁদে যাই আমি-
অবেলার কান্না ।।