হঠাৎ তোমার ডাক এলো আমার টেলিফোনে,
ফোনটা ধরতেই-
ওপার থেকে তরঙ্গে ভেসে আসা "হ্যালো!",
যেন সকল ক্লান্তির অবসান দিলো।
দীর্ঘ এক মাস ছয় দিন পেড়িয়ে
আজ তোমার কন্ঠ যেন-
বুকের মধ্যখানে কড়ানেড়ে।
বার বার মন বলে-
"এতোদিন কোথায় ছিলে?
বড় অগোছালো জীবন হচ্ছিল ক্ষয়
তোমার অনুপস্থিতিতে,
আজ শান্তি এসেছে আবার ফিরে
একটি ফোন কলে।"
তারপর...
আরও কত গল্প ভালোবাসাকে জড়িয়ে,
সময়ের যেন মানতে চায় না
ছুটে যায় বহু দূর তোমায় আমায় ছেড়ে।
রাত পেড়িয়ে ভোর হয়ে যায়,
পাখি সব কলরব শুরু করে দেয়,
ঠিক তখনি দুচোখ ভিজে অশ্রু গড়ায়,
আবার কবে বেজে উঠবে তোমার কল
আমার টেলিফোনে?