সল্প ভাবনায় অতীতের কল্পনায়-
মন উকি দেয় বারবার,
সীমান্ত তীরে সূর্যাস্তের পরে-
আঁধার নামলো আবার,
প্রতিদিনের মতো অপ্রত্যাশিত
আলোর পিছু ছুটা বন্ধ হলো এবার।
জানিনা আর কত এ পথের পথিক হয়ে
পথ চলতে হবে। আজ বড়ই ক্লান্ত লাগে!
গায়ের বলে আর কত কাল?
মনোবল! সেতো অনেক আগেই হার মেনেছে।
বেকারত্বের অভিশাপে লাঞ্ছিত আমি
বঞ্চিত এ সমাজে,
যেদিকেই তাকাই এ আলোর দুনিয়ায়
একমাত্র আঁধার হয়তো আমাকেই ঘিড়ে।
সুখি মানুষ সব ঘরে ফিরে শান্ত মনে
আর আমার এ পথচলা ক্লান্ততায় মিশে।