কিছু কথা অসংখ্যবার বলা যায় নির্দ্বিধায়,
কিছু রয়ে যায় অনুভবে
শুধুই অনুভুতির ছোঁয়ায়।
ভালোবাসা!
ঠিক তেমনি কোনো অনুভুতি
যা ফুল ফুটায় শূন্য বাগিচায়।
ওগো প্রিয়-
যদি নাই বোঝো তবে কাছে এসো না।
আমি যে কোনো মিথ্যে স্বপ্ন চাই না,
যে স্বপ্ন ক্ষণিকের জন্য হাসি ফুটায় কাঁদায় আজন্ম।
আমি ভোরের আলোর মতো সত্যিটাকে চাই
যে রাতের আঁধার সরিয়ে আলো বিলায়।
তবে কোনো অর্ধ বেলার জন্য নয়,
অথবা শুধুই কোনো বসন্তে,
আমি যে চাই ছয়টি ঋতুর প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিশ্বাসে,
অথবা তার পরও আরো বেশ কিছুক্ষণ।