প্রশ্ন করি সমাজের কাছে-
"বিশৃঙ্খলা কাকে ঘিড়ে
তোমাতে না আমাতে?"
উত্তরে ফিরে আসে-
"কোথায় পাবো বিশৃঙ্খলা আমি
তাতো তোমাতেই বিরাজ করে।"
বলে দাও তবে, কি করে শুধরাবো আপনাকে?
"নিজেকে চিনো আগে,
আপনার ভিতরে যে-
আরেক মানব বাস করে তাঁর খোঁজ কর
আপনার ভিতরে,
তোমারি কাছে আছে সেই আলো
যে আলোয় আলোকিত হলে
সব বিশৃঙ্খলতা যাবে চলে। "
কোথায় পাবো সে আলো,
কে দিবে আমায়?
"তাতো তোমাতেই অন্তঃরিত
বিবেক তার নাম" এ সমাজ বলে আমায়।