জীবন পথে চলতে চলতে ভুলে গেছি স্বপ্ন দেখা,
বাস্তবতাকে আকরে ধরে অন্ধকারে পথ চলা,
ব্যস্ততাকে জড়িয়ে বলি আমার কোন বন্ধু নেই-
আমি বড়ই একা...।
হাসতে আমি ভুলেই গেছি
আবার বলি সুখটা হয়তো আমার না,
অন্ধকারের মাঝে আজ নিজেকেই আমি চিনলাম না,
এই জীবনের অর্থ কি আজও তা বুঝলাম না...।।