দুঃখ যদি আসেও সেদিন
মুখটি ঢেকে থেকো,
যাবার কালে অশ্রু গুলো
বন্দি করে রেখো।
কখন জানি আসবে মরণ
জানা নেইতো কারো;
বিদায় বেলায় আমার মাথায়
হাত বুলিয়ে দিও।
ভালোবাসা ছিলো যত
দিয়ে গেলাম তোমায় শত,
স্মৃতির চাদর বুকে জড়িয়ে
ভালোবাসা নিও।
যদি কভু মনে পরে
আকাশ পানে চেও,
দূর আকাশের তারার মেলায়
আমায় খুঁজে নিও।