এইতো আমি, ত্রিশটি বছর
খুন করেছি জীবনটাকে,
ক্ষয় হয়েছে ইন্দ্রিয় মোর
দিবারাত্রির যুদ্ধ পথে।
কতই না বৃষ্টি-ঝড়ে পারি দিয়েছি বহু পথ,
শুধু শেষ সময়ে হাসবো আমি
চাঁদের পানে চেয়ে,
স্বপ্ন পিছু ছুটোছুটি নিদ্রা সবই ভুলে,
দুঃখ যেন শেষ সময়ে নাহি ছুঁতে পারে।
তাইতো আমি খুন করেছি ত্রিশটি বছর ধরে!
আজি এই ত্রিশটি বছর পেড়িয়ে
সবই মিছে লাগে,
গোধূলির লালীমায় যেন সব স্বপ্ন হারায়,
বিভীষিকার অন্ধকারে সব মুছে যায়,
সারা জীবনের অংক যেন শূন্য হয়ে রয়।
চিঠি এসে গেছে লাল খামে করে
সময় বেশি নেই,
ছাড়তে হবে এ পৃথিবী দু-তিন মাস পরেই।