ফিরিয়া আয় আমারি দুয়ারে।
কেনো চলে যাস বারে বারে-
ঐ মেঘেদের আড়ালে?
বহু দিন দেখিনা আলো
বন্দি এই কারাগারে,
তুই ফিরিয়া আয় আমারি দুয়ারে।
বাঁচিবার সাধ জাগিছে আজ
এই শেষ রাত্রির অন্ধকারে;
তুই ফিরিয়া আয় আমারি দুয়ারে।
ভয় হয় ভীষণ!ভাবি যখন-
আজি রাত্রি আমার শেষ,
সকালের রবি উঠিবে যবে-
আমারি চিহ্ন নিঃশেষ।
শুধু দেহখানা ঝুলিয়া রইবে
ঐ কারাগার মঞ্চে,
হয়তো অনেকেই হাসবি তোরা-
"নরপিশাচের মৃত্যু হইয়াছে।"
তবে সত্যি বলছি-
মানুষ হইতে শিখিয়াছি আজ;
বাঁচিবার সাধ জাগিছে তাই
শেষ রাত্রির অন্ধকারে।
নরপিশাচ নয়,
মানুষ হইয়া বাঁচিবার চাই-
এই ভুবনের আলোর সাজে।