স্বপ্নের চাবিকাঠি ধনীর কবলে,
গরীব যদি খেটে মরে মরুক নাহয় অকালে।
পৃথিবীতো সুন্দর উপরের আকাশে,
মাটির কাছে যা বিধ্বস্ত হয়ে আছে।
কোথায় যাবে তুমি, কার কাছে?
টাকাকড়ি আছে বাপু-
মুঠো ভরে দেবে?
কেন বারেবারে ঘুরো দ্বারে দ্বারে?
সময় কোথা তাদের
ব্যস্ত তারা আজ ঘুষের বাজারে।
তারাতো এখন আগুন হয়ে গেছে
হাত বাড়ালেই পুড়ে ছাই হবে
কোথায় যাবে তুমি, কার কাছে?
শুধুই ব্যর্থ চেষ্ট যত জীবিনের সাথে।