কেনো এতো মায়ায় জড়ালে আমায়?
তোমারে ছাড়িতে এ মন নাহি চায়।
কি করিব বলো-
চিরো মরণব্যাধি যে গ্রাস করেছে আমায়!
মাত্রতো আর কয়েকটা দিন
তারপর এ পৃথিবী আমার বর্ণহীন।
(বিভীষিকাময় ক্যান্সার যেন শেষ ইচ্ছেটুকোও কেড়ে নেয়। অসহায় কবি তাই নিশ্চুপ আঁধারে, একাকী আপন মনে শুধু আকাশ পানে চাহি রয়।)