যা কিছু বলিবার বলিয়াছি আমি
নাহি কিছু আর বাকি,
ভালোবাসার যদি অনুমতি দাও
কথা দিচ্ছি এ গোধূলি লগনে,
ভালোবাসা মোর অমর হইয়া রবে
চির সুন্দর তোমর এ ভুবনে।
ভালোবাসা কি শিখিয়াছি প্রথম দৃষ্টিতে,
ভালোবাসার রঙ মাখিয়াছে গায়
সেই এক পশলা বৃষ্টিতে।
তুমি ছিলে খোঁপায় কদম নিয়ে নীলে জড়ায়ে,
আমি ছিলাম কবি বেশে কাঁধে ব্যাগ ঝুলায়ে।
আকাশে মেঘ ছিল বৃষ্টি হবে হবে
ঠিক তখনি যেন তোমারি দেখা মেলে।
ওগো অপরূপা তুমি অনন্য বেশে কোথা হতে এলে?
ভালোবাসার সুখ প্রদীপ জ্বালায়ে আমায় রাঙালে।