এই যে তুমি খুব সাধারণ,
বৃষ্টি ভেজা আকাশ যেমন,
শিশির ছোয়া ঘাসের মতোন,
অথবা-
স্বচ্ছ নদীর সূর্য কিরণ।
এই যে তুমি খুব সাধারণ,
ভালোবাসার চিঠির মতোন,
রাতের আকাশে চাঁদটা যেমন,
অথবা-
আমার মনের খুব প্রিয় জন।
এই যে তুমি-
হ্যাঁ,তোমাকেই বলছি,
খুব সাধারণ তুমি,
ঠিক,ভালোবাসার মানুষ যেমন।