কেনো কাঁদছ তুমি?
অশ্রু ভাসিয়ে যদি উজাড় করে দাও,
তবুও কেউ আসবেনা।
তুমি মরে গেছো,তুচ্ছ হয়েছো;
পরিচয় মিশে গেছে তোমার এ পৃথিবীর আগাছায়।
কেউ চিনবেনা,কেউ জানবেনা
এভাবেই মিশে যাবে তুমিও একদিন এ মাটির দুনিয়ায়।
কেনো কাঁদছ তুমি?
কান্নাকাটি হল্লা হাটি মুছে ফেলে ঘুরে দাড়াও আজ,
শেষের থেকে শুরু করে এই পথ চলাকে আপন করে-
হেঁটে যাও তুমি নতুন আলোর খোঁজে;
তবেই রাত্রির আঁধার সরে গিয়ে
নতুন সূর্য দেখা দিবে।
এই পৃথিবী,এই দেশ মনে রাখবে তোমায়,
ইতিহাস হয়ে রয়ে যাবে-
এক আগন্তুক ছিল, যে নিজেকে জয় করেছে।