সুমিত্রা,ভালোবাসা নেবে?
কৃষ্ণচূড়ার ভালোবাস?
সবাইতো গোলাপ দেবে তোমায়
অথবা অন্য কিছু,
আমি নাহয় কৃষ্ণচূড়াই দিলাম।
নেবে?
ভোরের আলোয় সদ্য ফোঁটা কৃষ্ণচূড়া
রক্তলাল হয়ে রবে,
তোমার খোঁপায় বেশ মানাবে।
তবে একটি আবদার শুধু-
অমন করে হেসো না আর কখনও,
ভোলা বরই দায়।
তোমার অনুপস্থিতি কুড়েকুড়ে খায়
প্রতিটি দিবস রজনী,
আর সন্ধ্যের আলো ছায়ায়
জোনাকির দল অপেক্ষায় রয়-
আমার জানালায়,
আমি যে গল্প বলি তাদের,তোমার গল্প,
তারা চুপটি করে শোনে নীরবে, খুব নীরবে।