ফেরার পথ চেয়ে দুয়ারে দাঁড়িয়ে-
খোকন আমার অপেক্ষার প্রহরে,
বাবা তার আসবে ঘরে
স্বপ্নগুলো রঙিন করে
লাল নীল আসমানি হলুদ
বিশাল এক ঝুড়ি হাতে।
জীবন যুদ্ধে হেরে গিয়ে
কোথায় পাব স্বপ্ন আমি-
দিবা-রাত্রির অগোচরে?
কারো কাছে কি স্বপ্ন আছে
শুধু একটুকোখানি আমায় দেবে,
আমি স্বপ্ন কিনবো রক্ত বেচে,
তোর কাছে কি স্বপ্ন আছে?
আমার খোকন হাসবে তবে
পাঁচ বৎসরের এই জন্মদিনে।