-তুমি কি আর কখনো আসবে না?
এভাবেই আড়াল হবে চিরকাল?
-কে বলেছে আমি নেই?
আমিতো তোমাতেই মিশে আছি,
তোমারি আঁচলের সুভাষ মাখি,
তোমার পিছু ছুটে ছুটে আঁধার নামাই পশ্চিমে,
রাতের আলোয় চাঁদটি দেখে আবার তবে সকাল আসে।
-যদি তাই হয় তবে দেখা দাও না কেন?
-ধুর পাগলি! দেখা দিয়ে কি বিপদে পরবো নাকি?
দেখা দিলেতো আর এভাবে খুনসুটি হবে না,
ভালোবাসার আলপনা আঁকা হবে না মনের মাঝে,
এ যে এক অন্যরকম ভালোবাসা!
-তবে কি কখনোই দেখা দিবে না?
একটুকো ইচ্ছে হয় না?
-ইচ্ছে? সত্যি বললে অ নে ক হয়।
কত দিন তোমার ঐ পরশ পাইনা!
তোমায় নিয়ে আর কবিতা লিখি না।
পথ চলা আজ মিশে গেছে আঁধারে অনেক দূরে,
সন্ধ্যের রাজপথ আর চেনে না আমায়।
এরকম হাজারো না এর জন্ম হয়েছে আজ
তোমার আমার মধ্যিখানে;
আর এভাবেই....
একি কি তুমি কাঁদছো?
-কই নাতো;কাঁদবো কেন?
তুমিতো আমার কাছেই আছো।
আমিতো শুধু হাসির অভিনয়ে মগ্ন ঠিক তোমার মতো।