তুমি এভাবেই অস্ত যেও আমার স্বপ্ন গভীরে,
জেগে ওঠো আবার কোনো নির্মল সূর্যোদয়ে।
তোমার সাথে হেসে খেলে ভালোবাসার রঙ
মাখিয়ে-
চোখ বুজবো অবশেষে একটি দিনের আলোর শেষে।
প্রভাত আলোর দৃশ্যপটে তোমার মাঝে পাই যে খুঁজে
হারিয়ে যাওয়া সব সুখগুলোকে।
দিবা রাত্রি নিজের মাঝে তোমায় আমি আগলে রাখি,
স্মৃতির চাদরে হাত বুলিয়ে একলা তোমায় ভালোবাসি।