"আবারো হারাবো দক্ষিণা বাতাসে
মুক্ত-স্ববধীন ঘুড়ি হয়ে নীল আকাশে,
আবারো নদীর কলকলে লাল পালে
ভাটিয়ালির মুগ্ধায় জড়াবো,
আবারো স্বপ্ন আঁকা হবে আপন মনে
শরৎ এর কোনো কাশবনে,
আবারো চলো ফিরে যাই সূর্যস্নানে।
শিশির ভেজা ঘাসে পা রেখে
চলো ফিরে যাই আবারো
তোমার আমার আপন অস্তিত্বে।"