চলে যাওয়া মানেই কি সব শেষ?
নাকি আবারও ফিরে আসার অপেক্ষা।
কিছু আকুতি, কিছু না বলা কথা,
স্মৃতির শহরে বার বার ফিরে যাওয়া,
কিছু অশ্রু ধারা।
নাকি সত্যি-ই ভুলে যাওয়া
তুমি আমার ছিলে কখনও, আমি তোমার।
দুজনের পদধূলিতে-
কত আলপনা আঁকা হয়েছিলো শহরের বুকে
প্রতিটি প্রাচীর জানে সে স্বপ্নের কথা।
তবে কেন এ বিচ্ছেদ আজ, কেন চলে যাওয়া?