প্রিয়তমা, যদি সকাল বিকেল -
তোমায় নিয়ে কবিতা লিখি অজস্র
তবে কি খুব বেশি খুশি হবে?
নাকি প্রতি ঘুম ভাঙা সকালে-
ভালবাসি বললেই হবে।
যদি আকাশ হতে-
চাঁদ এনে দেই তোমার হাতে
তবে কি খুব বেশি খুশি হবে?
নাকি জোছনা রাতে-
আমায় শুধু পাশে পেলেই হবে।
প্রিয়তমা, যদি এক সাগর সুখ এনে দেই
তোমার ঘরে-
তবে কি খুব বেশি খুশি হবে?
নাকি এ মুখের ছোট্ট একটি হাসিই-
যথেষ্ট হবে এক জীবন পাড়ি দিতে।