এখন হয়তো বসন্ত তোমার বাগিচায়;
হরেক রকম ফুল ফুটেছে সুভাষ পাওয়া যায়।
ভোমর আসে গুঞ্জন করে পাখিরাও গান গায়,
এখন হয়তো বসন্ত তোমার বাগিচায়!
খুব নীরবে সন্ধ্যা হলে জোনাক জ্বলে,
আকাশ ভরা তাঁরার মেলায়
চাঁদটা হাসে লাজুক হয়ে।
সূর্য কিরণ খেলা করে শিশির ফোটায় দুর্বা ঘাসে,
দিনের আলোয় মেঘের দলে তোমার নামে মিছিল চলে,
দুই পৃথিবীর সবটুকো সুখ তোমার কাছে উপচে আছে।
আমার জীবন যাচ্ছে চলে অন্ধকারে গহীন জলে,
হাত বাড়ালে অনেক দুরে আবছা আলোয় চিরতরে।
এখন হয়তো বসন্ত তোমার বাগিচায়!