যদি বলি অপেক্ষায় থেকো
একটি রজনীগন্ধা নিয়ে-
শত শত ক্লান্তি ডিঙিয়ে আমি ফিরে আসবো।
হয়তো তোমার দু চোখে অশ্রু ছলছল রবে,
আর আমি ধ্বংসাবশেষ প্রাচীরের ন্যায়-
অদ্ভুত নিশ্চুপ,শান্ত রূপে।
অনেক কিছু বলার রবে,রবে অনেক চাওয়া পাওয়ার,
তবুও যেন বিষাদের আকাশে কুয়াশার মাঝে
শোনা যাবে না একটি নিঃশ্বাসও।
অথবা চিৎকার করে কান্নার ধ্বনি ধ্বনিত হবে না সেদিন
হৃদয়ের কম্পন হারাবে বহু দূর।
তারপর, আবারো সে ছুটে চলা,
দু মুঠো ভরে অধিকারের শেষটুকো নিয়ে-
নিরুদ্দেশ পথ চলা।
হে বন্ধু ভালো থেকো বেশ,খুব ভালো
নতুন ঘরে নতুন করে ভালোবাসা রাঙিও।
আমি নাহয় এক ক্লান্ত পথিক, ভবঘুরে-
তুমি যতনে খুব যতনে ভুলে যেও মোরে।