স্মৃতির অগোচরে হারানো দিনগুলো
হাত বাড়িয়ে ডাকচ্ছে,
সময়ের ব্যবধানে মাঝ পথেই-
ব্যর্থ আমি সেই হাতখানি আঁকড়ে ধরতে।
ব্যস্ততার আড়ালে ছদ্যবেশী মানচিত্র আমার
আত্মকাহিনী বুঝবে কে?
অন্য পথের পথিক আমি, পথ চলি
একাকীত্বের অভিশাপে,
উদিত সকালের সূর্য দেখে-
সন্ধ্যা নামে আমার পথে।
বিষন্নতায় ঘেড়া চারোপাশে-
আলো পাবো কোথা? সেতো আমার নয়।