আজ পাহাড় দেখতে খুব ইচ্ছে করছে,
ইচ্ছে করছে পাহাড়ের চূড়ায় উঠে -
আকাশকে বলি চিৎকার করে
তুই নেমে আয় আমাতে, নিয়ে যা আমায়,
এখানেসব পাঁথর বাস করে বিশাল এই ভূমির মাঝে,
স্বার্থপরের জাল ছড়িয়ে চারপাশ,
তুই জড়িয়ে ধরে নিয়েযা আমায় ঐ সুদূর আকাশ।
আমি পারছিনা আর,
আজ ক্লান্ত আমি, আর কত ?
তোর মেঘের ভেলায় শুয়ে যদি একটু শান্তি পাই !
তবেই আমি হবো শান্ত,হে আকাশ তুই টেনে নে আমায়
শুনে যা এই আর্তনাদ ।