ওরে, অন্ধকারে যাসনে তুই-
পঁচে যাবি,নষ্ট হবি,
আয় তোকে আগলে রাখি।
কিসের এতো ভয়রে তোর?
এই যে আমি কাছেই আছি।


-"একি তোমার চোখ এতো লাল কেনোগো?"


ওরে অভাগী-
আমি যে সব মিথ্যে বলেছি,
তোকে আমি খুন করেছি,
খুব যতনে বিক্রি করেছি,
আপন বলে কাছে টেনে-
অন্ধকারে ছুড়ে ফেলেছি।
মানব রুপী মোখশটাকে
আরেকবার বিক্রি করেছি।


-"তবে কিসের তুই আপন মোর?"


ধুর,কিসের এতো আপন-পর,
এ যে শুধুই টাকার খেলা,
ভোগের কাছে সবি মিছে-
আপন-পর সব গন্ডগোল।