আজ ভালোবাসা থাক!
ভালোবাসাতো অনেক হলো দিবা-রাত্রি,
আজ নাহয় একটুকো দূরেই থাকি।
সন্ধ্যা তারা হয়ে জোছনাতো-
অনেক বিলিয়েছি দুজন দুজনারে;
আজ নাহয় বৃষ্টি ঝরাই আকাশটা মেঘলা করে।
আজ ভালোবাসা থাক শান্তিতে ঘুমিয়ে
অভিমান সব জাগ্রত হোক এই রাত্রির আঁধারে।
হয়তো তুমি ভাববে এখন-"আমি কি পাগল হয়েছি?"
যদি বলি তাই,মনের মাঝে প্রশ্ন জেগেছে আজ
তোমার কি কোনো অভিমান নাই?
চলো তবে আজ অভিমান বিলাই।
আজ ভালোবাসা থাক!
শুধু প্রশ্ন তোমার কাছে-
কি করে ভালোবাসো এতো এ অগোছালো আমিকে?
তোমার কাছে কি কোন অভিমান আছে?
আমি অভিমান চাই এ রাত্রির আঁধারে।
তাই আজ ভালোবাসা থাক।