নব রূপে সাজানো প্রতিটি সকাল যেন
শুধু তোমায়কেই চায়,
বৃষ্টি ভেজা শীতলতায় অজস্র খুঁজেছি তোমায়
প্রতিটি ফোটায় ফোটায়।
তোমার দেয়া সেই উপহার শুকিয়ে গেছে আজ,
ভালোবাসার ৩৬৫ টি লাল গোলাপ।
অভিমানে অ নে ক দূরে-ভুলে গিয়ে দূরে সরে-
হয়তো ভালোই আছো তোমার ফুল বাগিচায়;
শুধু আমার অশ্রু ঝড়ে একাকী তোমার কল্পনায়।
তবুও ভালো থেকো তুমি ঐ দুরের তারায়!
জানি আর আসবে না ফিরে-
নতুন কোনো সাঝেঁ ভালোবাসা জড়িয়ে;
সব কিছুর যে মৃত্যু হয়েছে-
৩৬৫ টি লাল গোলাপের সাথে।