আগামীকাল ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের
অগ্রিম শুভেচ্ছি জানাচ্ছি বাংলা মা তোমায়,
খুব ভালো আছো মা দেখে তোমার সন্তানের জ্বালা
কত অসহায় কেদে মরছে পেটের ক্ষুদায়।
হানাহানি চলছে দিন দুপুরে সংঘর্ষ আরো কত কি
এসব দেখে কি তোমার চোখে পানি আয়?
একি তোমার স্বাধীনতা মা ত্রিশ লক্ষের রক্তের দাম
পেটের শিশু জানে না তার নিরাত্তা কোথায়।
ঘুম ভাঙলে মা খবরের পাতা হাতে নিয়ে দেখি চেয়ে
আজ কে নিখোজ কে হারালো কে হল খুন,
মাগো না জানি কবে আমার শোক সংবাদ পড়তে হয়
ভয় হয় মা রাস্তায় দাড়াতে এলো বুঝি শুকুন।
কত নারী হারাচ্ছে তার ইজ্জত দিতে হচ্ছে প্রানতেজী
মাগো তুই না মা তাইলে তুই অন্ধ বেঈমান?
তুর গায় ঠেলে শুষে নিচ্ছে মান একি মায়ের অবদান?
কেন মা জন্ম দিলি অমানুষ নামের কুসন্তান?
বিচার চাই মা আজ তোর কাছে সঠিক বিচার করেদে
গতকাল আজ অন্য কেউ শিকার হয়েছে হচ্ছে,
কাল যদি আমি হই তাইলে আমার পরিবার দেখবে কে?
পিতৃহারা হবে অবুঝ সন্তান তারা কি করেছে?
তুই পারবিনা আমার কোন প্রশ্নের উত্তর দিতে জানি মা
তাই আর কিছু জানতে চাইবো না শুধু বলবো,
মারে এ আমার সোনার দেশ না মা আজ যা দেখছি
শাষিত হই কিবা নির্যাতিত তোর বুকে মরবো।