আমি খুঁজেছি এমন একটা দিন
আমি খুঁজেছি এমন একটা রাত
যেদিন তুমি আমি দুজনে মিলে
কেঁদেছিলাম শুধুই কেঁদেছিলাম
কিছু প্রশ্ন করে ছিলাম তোমায়
তখন দাওনি তুমি কোন জবাব
আশা ছিল কত স্বপ্ন ভিড়ে
ভালোবাসা ছিল রিদয় জুড়ে
কেন প্রেম হল অগ্নিশিখা
কেন পাল্টে গেল সুখ রেখা
কেন অজানায় হারালাম নিজের পথ
কেন আজ হয়েছি অসৎসঙ্গ সৎ
না দাওনি তার কোন জবাব
বাধা ঘর অল্পতা নিয়ে শুরু
নিশ্বাস তুমি তুমি ছিলে প্রেমগুরু
কেন তবে কাদাগোলা হল এ ভুবন
ভুল না করেও দোষীর জীবন
হতাশা কেন ছুটে পিছু পিছু
তোমাকে ছাড়া চাই কি কিছু
দাওনি নাতো কোন জবাব
বিশ্বাস বলতে আজ মিছে ধোয়া
আপন জেনে লাঞ্ছনা পাওয়া
এটাই প্রতিদান দিলে যত্ন করে
আর কিসের চাওতা তব তরে
আমার ঘরে কেন আধারস্থ
চাঁদ বুঝি হবে নব যুগে অস্ত
আছি বল আর রবো কত কাল
ভাংবে একদিন অবহেলার ডাল
দাও নি কেন কোন জবাব