আর নয় প্রিয় বন্ধু আজই আর নয়
নয়তো চোখের জল ফেলার সময়
যাহা হারিয়েছে অবশেষে অজানায়
হারাতে দাও জানি ফিরবে অবেলায়
তুমি ভেবে নিও এ তোমার প্রাপ্য নয়
ছিলো না কভু তোমার ভাগ্য লিখায়
কাছে কিবা দুরে আপন কি পর করে
অনুরাগের ভিড়ে হারানো দ্বীপ প্রান্তরে
কি যে বাধা ঢোর কি এমন জোড়
আজ আছে কাল থাকবে বিজোড়
কিসের এতো মায়ার খেলা ভবে
কি দিয়ে বলো কারো মন পাবে
সার্থকতা বড় সম্পদ বাকি মিছে
আছে স্বজন যতদিন ঋণ আছে
আভাগা বলে দেখ নেইতো কিছু
আপন ছায়াটাকে শুধু পাবে পিছু
পৃথিবীরূপ এই বাস্তবতা চিরসত্য
গানের সুরে হোক বা কাব্য কথ্য
ভুলে যদি সব ভুল মুছে কভু যায়
বুঝে নিও এ পারে নয় নিষ্ঠুরতায়
কাদাজল নিয়ে মেখো নিজ গায়
এতে যদি শোক কিছুটা শান্তি পায়
জয়ের জন্য নয় বন্ধু পেতে পরাজয়
প্রাপ্তিতে সুখ নেই যা পাবে খুঁজে ক্ষয়
চল একা নয়তো করে সাথী কোনজন
পেতে পারো খুঁজে দেখো আপন মন
কি জীবন আর কি মরন কি তফাৎ হয়
আর নয় বন্ধু বুঝা মানে কি রয় অক্ষয়